রিগ্রইংক্ষ্যং মিনিবার ফুটবল টুর্নামেন্ট”২২ এর ৫ম দিনের খেলা অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :২৮ ফেব্রুয়ারি, ২০২২ ৯:২৯ : অপরাহ্ণ 671 Views

রিগ্রইংক্ষ্যং মিনিবার ফুটবল টুর্নামেন্ট”২২ এর ৫ম দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রেমী হিসেবে বান্দরবানের অত্যন্ত পরিচিত মুখ বান্দরবান পৌর আওয়ামীলীগ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাঙ্গু উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামাল পাশা।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা সেচ্ছাসেবকলীগের প্রভাবশালী সহসভাপতি অভিনাষ দাশ,বান্দরবান পৌর যুবলীগের উপপ্রচার সম্পাদক রানা চৌধুরী,ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবানের সভানেত্রী উমেনু মার্মা উপস্থিত ছিলেন।এছাড়াও আয়োজন কমিটি আহ্বায়ক পুলুমং কারবারি,যুগ্ন-আহব্বায়ক হ্লাচিংথোয়াই মারমাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।আজকের এই ম্যাচের প্রধান অতিথি বলেন,ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান আয়োজিত এই টুর্নামেন্ট ইতিমধ্যে তরুণদের মাঝে প্রাণচাঞ্চল্য তৈরি করেছে।শরীর স্বাস্থ্য ভালো রাখতে আমি নিজেও নিয়মিত ক্রীড়া চর্চা করি।সবচেয়ে বড় বিষয় তরুণ সমাজকে মাদক দুরে সরিয়ে রাখতে হলে খেলাধুলার কোনও বিকল্প নাই।সমাজ থেকে মাদক নির্মূলের সবচেয়ে বড় হাতিয়ার সমাজের তরুণ সমাজকে ক্রীড়ার সাথে সম্পৃক্ত করা।প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ের আলোচিত এই মিনিবার ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব লুসাইমং মার্মা জানিয়েছেন,করোনা মহামারী তরুণ সমাজকে ঘরবন্দি করে ফেলেছিলো।তাদের স্বাস্থ্য সুরক্ষা এবং মানসিক মনোবল বৃদ্ধির লক্ষ্য নিয়ে বান্দরবান ফ্রেন্ডস ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করে।আমরা এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ ২৫ মিনিট করে সময় নির্ধারণ করে দিয়েছি।সর্বমোট ১৮টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।আজকে প্রথম পর্বের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।এতে দুপুর তিনটার প্রথম খেলায় এফসি ফাইকো একাদশ ১-০ গোলে মারমা বাজার সিনিয়র একাদশ কে পরাজিত করে এবং বিকেল ৪টায় দিনের শেষ খেলায় সেভেন আপ একাদশ ১-০ গোলে বরিশাল পাড়া একাদশকে পরাজিত করেন।তরুণ এই উদীয়মান ক্রীড়া সংগঠক আরও জানান,মঙ্গলবার থেকে কোয়ার্টার ফাইনালের খেলা শুরু হবে এবং এই পর্বে ৮ টি দল অংশ নিবে।

 

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!