মুজিব শতবর্ষ দুরন্ত মাউন্টেন বাইক রেস, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৮ নভেম্বর, ২০২১ ৩:২৬ : অপরাহ্ণ 350 Views

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের আয়োজনে ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ-ইউএনডিপি-সিএইচটিডিএফ এর সার্বিক সহযোগিতায় বান্দরবান জেলায় ২০ নভেম্বর শনিবার “মুজিব শতবর্ষ দুরন্ত মাউন্টেন বাইক রেস-২০২১” অনুষ্ঠিত হতে যাচ্ছে।এ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় বান্দরবান জেলা শহরের হোটেল হিলটন কনফারেন্স হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন,বান্দরবান জেলা পরিষদের সামগ্রিক পৃষ্ঠপোষকতায় এ জেলার খেলোয়াড়গণ দেশে বিদেশে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলতার সাক্ষর রেখে যাচ্ছে।এছাড়া জাতীয় পর্যায়ে ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণের জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ক্যাম্প,প্রশিক্ষণসহ ক্রীড়া সরঞ্জাম সরবরাহ,আর্থিক সহযোগিতা ও বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে।ক্রীড়া ক্ষেত্রে অধিকতর উন্নয়নের জন্য জেলা পরিষদের উদ্যোগে “ক্রীড়া উন্নয়ন বোর্ড” গঠন করা হয়েছে।পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের বিশেষায়িত একটি অঞ্চল এবং পর্বতারোহণ,ট্র্যাকিং,হাইকিং,মাউন্টেন বাইকিং সহ বিভিন্ন অ্যাডভেঞ্চারধর্মী কর্মসূচি আয়োজনের জন্য অত্যন্ত উপযুক্ত স্থান হিসেবে বিবেচিত।এমন আয়োজন দেশী-বিদেশী পর্যটক কে আকর্ষণ করবে এবং পাহাড় ও সমতলের অধিবাসীদের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ন বন্ধন সৃষ্টি করবে।তিনি বলেন,এধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকলে অচিরেই আন্তর্জাতিক মানের মাউন্টেন বাইক প্রতিযোগিতা বান্দরবান জেলাতেও আমরা আয়োজন করতে পারবো।সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহেরুল আলম চৌধুরী,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,বান্দরবান রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি অমল কান্তি দাশ,বান্দরবান প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।শনিবার (২০ নভেম্বর) সকাল ৭ টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বাইক রেসটি উদ্বোধন করবেন বলে জানা গেছে।১০০ জন সাইক্লিস্ট প্রতিযোগিতায় অংশ নিবেন।বান্দরবান সদর থেকে নীলদিগন্ত হয়ে মিলনছড়িতে এসে এ প্রতিযোগিতার সমাপ্তি হবে।প্রতিযোগিতায় মোট দুরত্ব হবে ১০০ কিলোমিটার।আয়োজকেরা জানান,বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!