বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মবার্ষিকীঃ কাবাডি প্রতিযোগিতার অনুশীলন ক্যাম্প এর সমাপনী অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :৫ আগস্ট, ২০২২ ১:৫০ : পূর্বাহ্ণ 229 Views

বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এর আয়োজনে বান্দরবানে অনুষ্ঠিত হতে যাচ্ছে কাবাডি প্রতিযোগিতা- ২০২২।বান্দরবান জেলা ক্রীড়া অফিস এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এই কাবাডি টুর্নামেন্ট।টুর্নামেন্ট উপলক্ষে প্রাক প্রস্তুতির অংশ হিসেবে কয়েক দিন অনুশীলন করেছে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮ টি দলের খেলোয়াড়রা।

বৃহস্পতিবার (৪ জুলাই) বান্দরবান ঐতিহ্যবাহী রাজারমাঠে কাবাডি টুর্নামেন্টের সফলের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি ক্যাম্প এর সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।অনুশীলন ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে বান্দরবান এর জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি,জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মং চিং প্রু (নজি) সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং অংশগ্রহণ কারী ৮টি দলের খেলোয়াড়বৃন্দরা উপস্থিত ছিলেন।প্রশিক্ষক হিসেবে ছিলেন জেলা পুলিশ কাবাডি কোচ ও সহকারী কোচবৃন্দ টুর্নামেন্টের অংশগ্রহণকারী খেলোয়াড়দের প্রশিক্ষণ প্রদান করেন।

ক এবং খ দুটি গ্রুপে বিভক্ত হয়ে ৮টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।শনিবার (৬ আগস্ট) টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হবে।এদিন চারটি খেলায় আটটি দল মাঠে নামবে।সকাল ৯ টায় উদ্বোধনী ম্যাচে বালাঘাটা বিলকিছ বেগম উচ্চবিদ্যালয় বনাম ডনবস্কো উচ্চবিদ্যালয়,সকাল ১০ টায় সাঙ্গু উচ্চবিদ্যালয় বনাম বান্দরবান ট্যাকনিকাল স্কুল এন্ড কলেজ,দুপুর ৩ টায় চেমী ঢলুপাড়া উচ্চবিদ্যালয় বনাম বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ,বিকেল ৪ টায় বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয় বনাম বীর বাহাদুর স্কুল এন্ড কলেজ টিম এর খেলোয়াড়রা একে অপরের মুখোমুখি হবে।

রবিবার (৭আগস্ট) টুর্নামেন্টের ফাইনাল খেলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিবেন বলে জানিয়েছেন আয়োজক কমিটির কর্মকর্তারা।

উল্লেখ্য,স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী শুক্রবার (৫ আগস্ট)।তিনি ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সে বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবসহ পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে মানবতার ঘৃণ্য শত্রুদের নির্মম-নিষ্ঠুর বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাতবরণ করেন তিনি।নির্মম ওই হত্যাকাণ্ডের প্রথম শিকার হন শহীদ শেখ কামাল।ঘাতক বজলুল হুদা স্টেনগানের গুলিতে তাকে হত্যা করে।

২০২১ সাল থেকে দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে।সরকারের ‘ক’ শ্রেণিভুক্তি দিবস হিসেবে ২০২০ সালের ৫ সেপ্টেম্বর ‘শেখ কামালের জন্মবার্ষিকী’ রাষ্ট্রীয়ভাবে পালনের প্রজ্ঞাপন জারি করা হয়।দিবসটি যথাযথ মর্যাদায় পালনে সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থা বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!