জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের সাফল্য


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৮ মার্চ, ২০২৪ ৫:১৮ : অপরাহ্ণ 214 Views

মঙ্গলবার (৫ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদের পুরনো জিমনেসিয়াম (এনএসসি) পল্টন এ প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু ১ম আন্তঃ স্কুল জিমন্যাস্টিকস প্রতিযোগীতা-২৪।বয়স ভিত্তিক এই প্রতিযোগিতাকে দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়।প্রথম ক্যাটাগরি শিক্ষানবিশ ও দ্বিতীয় ক্যাটাগরি প্রফেশনাল।কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীরা দ্বিতীয় ক্যাটাগরি (প্রফেশনাল) অংশগ্রহণ করে।এতে ছেলেদের ৫টি ইভেন্ট এবং মেয়েদের ৫টি ইভেন্টে প্রতিযোগিতা হয়।এ প্রতিযোগিতায় সারা দেশ থেকে ৫৬টি স্কুলের ২৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

এই প্রতিযোগীতায় মোট ৩০টি পদকের মধ্যে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ ২৫টি পদক অর্জন করে।এর মধ্যে বালক স্বর্ণ-৫টি,রৌপ্য-৪টি ও ব্রোঞ্জ-৪টি এবং বালিকা স্বর্ণ-৫টি,রৌপ্য ৪টি ও ব্রোঞ্জ-৩টি।সর্বমোট স্বর্ণ-১০টি,রৌপ্য- ৮টি ও ব্রোঞ্জ ৭টি।

এছাড়াও কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের বালক ও বালিকা উভয় দলই দলগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রথম রানার্স আপ এবং দিনাজপুর জেলা ও ঈদগা উচ্চ বিদ্যালয় যৌথভাবে দ্বিতীয় রানার্স আপ হয়।আন্তঃস্কুল জিমন্যাস্টিকস শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ মহিলা ক্রীড়াসংস্থার সভাপতি মাহবুব আরা গিনি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!