ক্রীড়া পরিদপ্তর কতৃক প্রনীত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় বান্দরবান জেলা ক্রীড়া অফিস এর আয়োজিত ১৫ দিনব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনি ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩০ মে) বান্দরবানের জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি এর সার্বিক তত্বাবধানে এই প্রশিক্ষণ এর সমাপনি অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শৈহ্লাচিং বাশৈচিং।জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মংসিংপ্রু নজি এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সরকারি মহিলা কলেজের শরীরচর্চা প্রশিক্ষক উসিং প্রু নেলসন।
এছাড়াও সাংবাদিক,জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠকরা এসময় উপস্থিত ছিলেন।জেলা ক্রীড়া অফিসার জানান,৩০ জন অ্যাথলেট এই প্রশিক্ষণে অংশ নিয়েছে।তিনি আরও জানান,অ্যাথলেটরা উন্নতমানের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ অ্যাথলেট হিসেবে গড়ে উঠবে এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলার সুনাম বৃদ্ধি করবে।এটাই অ্যাথলেটিকস প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের মূল লক্ষ্য।