বর্ডার গার্ড বাংলাদেশ এর ৯০তম ব্যাচ রিক্রুটদের সমাপনী কুচকাওয়াজ


প্রকাশের সময় :১৬ জুলাই, ২০১৭ ১০:৪৩ : অপরাহ্ণ 925 Views

মোহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি:-বর্ডার গাড বাংলাদেশ এর একমাত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান“বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড স্কুল(বিজিটিসিএন্ডএস),বাইতুল ইজ্জত,সাতকানিয়া, চট্টগ্রাম এর ৯০তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ ১৬ জুলাই রবিার (বিজিটিসিএন্ডএস) মাঠে অনুষ্ঠিত হয়।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন বিএসএফ এর মহাপরিচালক শ্রী কে কে শর্মাা,আই. পিএস।অভিবাদন মঞ্চে প্রধান অতিথির সঙ্গে উপস্থিত ছিলেন,বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড স্কুল এর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোঃসাজ্জাদ হোসেন,এনডিসি,পিএসসি,এছাড়াও অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন,বিজিবির উর্দ্ধতন কর্মকর্তাগণ,স্থানীয় বেসামরিক প্রশাসন ও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি গণ,বোমাং সার্কেল এর রাজা প্রকৌশলী উচ প্রæ চৌধুরী,সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং নবীন সৈনিকদের অভিবাকবৃন্দ উপস্থিত থেকে এই সমাপনী কুচকাওয়াজ উপভোগ করেন।কুচকাওয়াজে প্যারেড কমান্ডার ছিলেন মেজর এ টি এম আহসান হাবীব এবং প্যারেড এ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোঃ শাহাদত হোসেন।প্রধান অতিথি বক্তব্যে শ্রদ্ধাভরে স্বরণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি আরো শ্রদ্ধা জানান আমাদের মহান মুক্তিযুদ্ধে আতেœাৎসর্গকারী সকল বীর শহীদদেরকে।তিনি স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী বর্ডার গার্ড বাংলাদেশ এর শহীদ বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রইফ,শহীদ বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ এবং মুক্তিযুদ্ধে অনন্য অবদানের জন্য এ বাহিনীর ৮ জন বীরউত্তম,৩২ জন বীরবিক্রম এবং ৭৭ জন বীর প্রতীক খেতাবে ভূষিতদেরও শ্রদ্ধাভরে স্বরণ করেন।তিনি নবীন সৈনিকদের উদ্যোশ্যে বলেন “আজ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ এর একজন সদস্য হিসেবে তোমাদের উপর অর্পিত হলো দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব”।তিনি এ বাহিনীর চারটি মূলনীতি-মনোবল, ভ্রাতিৃত্ববোধ,শৃঙ্খলা ও দক্ষতা সম্পর্কে তাদের দৃস্টি আর্কষণ করে এ মূলনীতিগুলোর প্রতি বিশ্বস্ত থেকে এবং তা হৃদয়ে ধারণ করে আগামীতে অর্পিত দায়িত্ব আরও নিষ্ঠার সাথে পালন করতে উপদেশ প্রদান করেন।প্রধান অতিথি ৯০ তম রিক্রুট ব্যাচ এর ৪৩৩ জন নবীন সৈনিকদের মধ্যে বিষয়ভিত্তিক ১ম স্থান অর্জনকারী ও সর্ব বিষয়ে শ্রেষ্ট নবীন সৈনিক এর মাঝে পুরুস্কার বিতরন করেন।তিনি শ্রেষ্ঠ নবীন সৈনিক নং ১০৩০৯৪ সিপাহী (জিডি) পাপিয়া আক্তারকে অভিনন্দন জানান।তাছাড়া ঝাঁকজমনপূর্ণ এ অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড স্কুলের কমান্ড্যান্টসহ সকল অফিসার এবং অন্যান্য সকল সদস্যকে আন্তরিক অবিনন্দন ও মোবারকবাদ জানান।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!