পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বান্দরবান আসছেন আজ


প্রকাশের সময় :২১ জুন, ২০১৭ ১:২৪ : পূর্বাহ্ণ 1441 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও বান্দরবানের সাংসদ বীর বাহাদুর উশৈসিং এমপি আজ সকালে বান্দরবানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন।আজ (২১ জুন) বুধবার সকালে ইউএস বাংলার একটি ফ্লাইটে তিনি প্রথমে চট্টগ্রাম বিমানবন্দরে আসবেন এবং সেখান থেকে সড়কপথে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করবেন।সপ্তাহব্যাপী এই সফরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।সফরকালে তিনি বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১১টায় বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে মাননীয় প্রতিমন্ত্রীর সেচ্ছাধীন তহবিল থেকে অনুদানের চেক বিতরণ,একই দিন সকাল ১১ঃ৩০ মিনিটে একই স্থানে পার্বত্য মন্ত্রণালয় কতৃক বান্দরবান পার্বত্য জেলা পরিষদে বরাদ্দকৃত অনুদানের চেক বিতরণ এবং একই দিন একই স্থানে দুপুর ১২টায় নাইক্ষংছড়ি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে নির্বাচিত ইউপি চেয়ারম্যান এর শপথানুষ্ঠানে যোগদান করবেন।শুক্রবার (২৩ জুন) সকাল ১০টায় বান্দরবান সদর উপজেলা পরিষদের বিভিন্ন ইউনিয়ন পরিষদ চত্বরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বরাদ্দকৃত ভিজিএফ এর চাল বিতরণ এবং বিকাল ৩ঃ০০টায় বান্দরবান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণ করবেন।শনিবার (২৪ জুন) সকাল ৭টায় তিনি বান্দরবান এর নিজ বাসা থেকে আলীকদম উপজেলার উদ্দেশ্যে সড়কপথে যাত্রা করবেন এবং আলীকদম পৌছে সকাল ৯ঃ৩০ মিনিটের সময় আলীকদম সদর ইউনিয়ন পরিষদ চত্বরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বরাদ্দকৃত চাল বিতরণ শেষে সকাল ১১ঃ০০ টায় চৈক্ষং ইউনিয়ন পরিষদ চত্বরে উপস্থিত হয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বরাদ্দকৃত চাল বিতরণ করবেন।একই দিন বেলা ১২ টায় লামা পৌরসভা এবং লামা উপজেলার জন্য পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বরাদ্দকৃত চাল বিতরণ করবেন।একই দিন বিকাল ৩ঃ০০ টায় তিনি ফাইতং ইউনিয়ন পরিষদ চত্বরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বরাদ্দকৃত চাল গরীব ও দুঃস্থদের মাঝে বিতরণ করবেন বলে সফরসূচি তে উল্লেখ করা হয়েছে।একই দিন বিকেল ৫ টায় আজিজনগর ইউনিয়ন পরিষদ চত্বরে ঈদুল ফিতর উপলক্ষ্যে বরাদ্দকৃত চাল বিতরণ শেষে স্থানীয় আজিজনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।এছাড়াও রবিবার ও সোমবার (২৫-২৬ জুন) বান্দরবান জেলা শহরের স্থানীয় বিভিন্ন কর্মসূচিতে তিনি যোগদান করবেন।বিভিন্ন কর্মসূচি তে যোগদান শেষ করে মঙ্গলবার (২৭ জুন) সকাল ৮টায় চট্টগ্রাম উদ্দেশ্যে বান্দরবান এর বাসভবন থেকে সড়কপথে রওনা হবেন এবং সকাল সাড়ে দশটায় চট্রগ্রামস্থ বাসভবনে উপস্থিত হবেন।বিকাল ৩ঃ০০ টায় চট্রগ্রামের বাসা থেকে শাহ আমানত বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং রিজেন্ট এয়ারের একটি বিমানে (আকাশ পথে) ৪ঃ৩৫ মিনিটের সময় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করবেন।এ লক্ষ্যে পার্বত্য প্রতিমন্ত্রীর দপ্তর থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র একান্ত সহকারী সচিব সাদেক হোসেন চৌধুরীর সাক্ষরে বিস্তারিত সফরসূচি বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে।চিঠিতে সফরসূচি সম্পর্কে অবহিত করে যথাযথ ব্যাবস্থা গ্রহনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসক/চট্রগ্রাম পুলিশ সুপার/বান্দরবান জেলা প্রশাসক/বান্দরবান পুলিশ সুপার ও সংশ্লিষ্ট বিমানবন্দরের পরিচালকদের।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!