![](https://www.chttimes.com/wp-content/uploads/2018/04/20180413_160218.jpg)
![](https://www.chttimes.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
বান্দরবান অফিসঃ-ছাত্রলীগ নেত্রী এশার অডিও শুনলাম,উনি যেভাবে অন্যান্য মেয়েদের শাষাচ্ছে,যে ভাষায় ধমকাচ্ছে তাতে আমি হতবাক!এতো ঈর্ষা,এতো হিংসাপরায়ন মনোভাব নিয়ে রাজনীতি সম্ভব?এশাই রিপ্রেজেন্ট করছে বাংলাদেশের বর্তমান রাজনীতির রুপ বা বৈশিষ্ট্য।বাক স্বাধীনতা নেই,চলাফেরার স্বাধীনতা নেই!দেশের রাজনীতির উপর থেকে মন অনেকের মত আমারও উঠে গেছে।রাজনীতিবিদদের হিংসাত্বক কথাবার্তা শুনে শুনে অনেকের মত আমিও বিষাদ গ্রস্ত হচ্ছি।তথাকথিত নারী নেত্রীবৃন্দের দ্বারা আমি নিজেও বার বার ভিকটিম হয়েছি,তাদের প্রতিহিংসার বলি হয়েছি এবং সেটা খোদ বৃটেনে বসেই।
কারন,অসভ্য,বর্বর অসহিষ্নু মানসিকতা।উনারা দেশে বসে যে রাজনীতি প্রাকটিস করতো বিদেশের মাটিতেও সেই ধারা অব্যাহত রাখার চেষ্টা করে গেছে।তারপরও আমি বলবো,আমি লাকি,কারন, এখানে অভিযোগকৃত প্রত্যেকটি অন্যায়ের বিচার করা হয়।ন্যায় বিচার পাওয়ার নিশ্চয়তা দেওয়া হয়।কিন্ত ওরা?যারা এশাদের মতো তথাকথিত নেত্রীদের দ্বারা প্রতি মুহুর্তে লাঞ্চিত হচ্ছে,হয়রানির স্বীকার হচ্ছে,শাষিত এবং শোষিত হচ্ছে,ওদের পাশে কে দাঁড়াচ্ছে?একজন নাগরিক হিসেবে প্রাপ্য অধিকারের নিশ্চয়তা ওদের কে দিচ্ছে?ধমকানী , চোখ রাংগানী এসব মধ্যযুগীয় প্রবনতা,বর্বর প্রবনতা। আর এই প্রবনতাই যখন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হয় তখন সেখানে সুষ্ঠু রাজনীতি কিভাবে সম্ভব?এসব রাজনীতি নয়,অপরাজনীতি!!!
ফেসবুকে লিখেছেনঃ-(যুক্তরাজ্য প্রবাসী নারী উদ্যোক্তা ইনা মীনা দিকা,যা ফেসবুক থেকে হুবহু সিএইচটি টাইমস পাঠকদের জন্য তুলে ধরা হলো) ***প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব।সিএইচটি টাইমস-এর সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে।তাই মুক্তমত বিভাগে প্রকাশিত লেখার জন্য সিএইচটি টাইমস.কম কর্তৃপক্ষ লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনও ধরনের কোনও দায় নেবে না।***