কাতারে ব্যবসা বাণিজ্যে প্রবাসী পুরুষদের পাশাপাশি নারীরাও পিছিয়ে নেই। পরিবার-পরিজন নিয়ে থাকা নারীরাও কাজ করছেন বাংলাদেশি পোশাক শিল্প নিয়ে। নারী উদ্যোক্তাদের আরও উৎসাহ দিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে কাতারে বাংলাদেশ দূতাবাস।
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ব্যবসা বাণিজ্যে বাংলাদেশি নারী উদ্যোক্তা কিছু দিন আগেও ছিল মাত্র হাতেগোনা। তবে দিন যত যাচ্ছে ব্যবসা বাণিজ্যে এগিয়ে যাচ্ছেন নারীরা। নারী উদ্যোক্তার সংখ্যাও বাড়ছে বিশেষ করে বাংলাদেশি গার্মেন্টস পণ্য নিয়ে কাজ করছেন তিন নারী উদ্যোক্তা চট্টগ্রামের শামীমা নবী, জাবরিনা খানম ও রংপুরের তৌফিকা চৌধুরী। তারা গড়ে তুলেছেন প্রতিষ্ঠান।
কাতারে প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তাদের কাজ শুরু করায় অত্যন্ত আনন্দিত দূতাবাস। দিয়েছে সহযোগিতার আশ্বাস। বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর পলিটিক্যাল ও ইকোনমিক মো. মাহবুব রহমান বলেন, কাতারে নারী উদ্যোক্তাদের সহযোগিতা করার জন্য আমরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি।
জামদানি, ঢাকাই বেনারসি, রাজশাহী সিল্ক, টাঙ্গাইলের তাঁতের শাড়ি, কাতান শাড়ি, থ্রি পিসসহ নারীদের সব রকম পছন্দের পোশাক রয়েছে এই নারী উদ্যোক্তাদের প্রতিষ্ঠানে।