বিএনপি’র কথিত ব্যারিস্টার পারভেজ আহমেদ আইন পেশায় আজীবন নিষিদ্ধ


প্রকাশের সময় :২৪ অক্টোবর, ২০১৭ ৫:৫৫ : পূর্বাহ্ণ 646 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-পারভেজ ব্যারিস্টার ও সুপ্রিম কোর্টের আইনজীবী না হয়েও এসব পরিচয় দিয়ে বিভিন্ন টকশো’তে অংশ নেওয়া ঢাকা আইনজীবী সমিতির সদস্য পারভেজ আহমেদকে পেশাগত অসদাচরণের দায়ে আইন পেশা থেকে স্থায়ীভাবে অপসারণ করেছেন বাংলাদেশ বার কাউন্সিল।গতকাল সোমবার (২৩ অক্টোবর) বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনালের বেঞ্চ অফিসার কামনাশীষ রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বার কাউন্সিল জানিয়েছেন,পারভেজ আহমেদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন অভিযোগ করেন।তার অভিযোগ ছিল, ‘পারভেজ আহমেদ নিজেকে ব্যারিস্টার ও সুপ্রিম কোর্টের আইনজীবীর মিথ্যা পরিচয় দিয়ে দেশের বিভিন্ন টিভি চ্যানেলে টকশো’তে অংশ নিয়ে জনসাধরণকে প্রতারিত করছেন।৭১ টিভি,ইটিভি,জিটিভি,আরটিভি এবং দ্বীপ্ত টিভিতে টকশো’তে অংশ নিচ্ছেন তিনি’।পারভেজ ভুয়া পরিচয়ে টকশো’তে অংশ নিয়ে পেশাগত অসদাচরণ করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় অসদাচরণের দায়ে বার কাউন্সিলের এক নম্বর ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. ইয়াহিয়া,সদস্য মো.পারভেজ আলম খান ও শেখ আখতারুল ইসলাম ঢাকা আইনজীবী সমিতির সদস্য পারভেজ আহমেদকে গত শনিবার (২১ অক্টোবর) আইন পেশা থেকে স্থায়ীভাবে অপসারণের আদেশ দেন।বার কাউন্সিল থেকে আরও জানানো হয়েছে,এর আগেও অন্য এক মামলায় গত ০৭ অক্টোবর পারভেজ আহমেদকে ১০ বছরের জন্য আইন পেশা থেকে বরখাস্ত করা হয়।(((যুগান্তর অনলাইন ডেস্ক)))

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
March 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

error: কি ব্যাপার মামা !!