শিরোনাম: খেলাধূলার পাশাপাশি পড়াশোনার প্রতিও শিক্ষার্থীদের মনযোগী হতে হবেঃ ডিসি শামীম আরা রিনি বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি নির্বাচিত হলেন মামুনুর রশীদ বান্দরবানে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত গণঅভ্যুত্থান পরবর্তী দেশ গড়ার চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করুনঃ ডিসি শামীম আরা রিনি বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের দুই সন্ত্রাসী আটক বান্দরবানে তারুণ্যের উৎসবঃ উদ্বোধনের অপেক্ষায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ রোয়াংছড়ি আর্মি ক্যাম্পের উদ্যোগে মাতৃদুগ্ধ পোষ্যকালীন মায়েদের সহায়তায় বিশেষ অনুষ্ঠান ও উপহার বিতরণ

রহস্যজনক মোটরসাইকেল দুর্ঘটনায় নারীর মৃত্যুঃ সেই কথিত ডাক্তার ওয়াসিম কে গ্রেফতারে পুলিশী অভিযান


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :৩ সেপ্টেম্বর, ২০২২ ১২:৪৬ : পূর্বাহ্ণ 948 Views

বান্দরবান সদরের ৪নং সুয়ালক ইউনিয়নের কাইচতলি ২ নং ওয়ার্ডের বাসিন্দা ছেনুয়ারা (৩৫) এর রহস্যজনক মৃত্যুর পর থেকে পলাতক তাঁর স্বামী কথিত ডাক্তার ওয়াসিম কে গ্রেফতারে সুয়ালক ইউনিয়নে তল্লাশি অভিযান চালিয়েছে বান্দরবান সদর থানা পুলিশ।বৃহস্পতিবার মধ্য রাতে গোপন সংবাদ এর ভিত্তিতে এই অভিযান চালিয়েছে সদর থানা পুলিশ।স্পর্শকাতর এই মামলার তদন্ত কর্মকর্তা অভিযান এর বিষয়টি সিএইচটি টাইমস ডটকম কে নিশ্চিত করেছেন।তবে তাকে সেখানে পাওয়া যায়নি।তিনি আরও জানান,সম্ভাব্য যেসব এলাকায় গোপন সংবাদ এর ভিত্তিতে আসামির অবস্থান এর বিষয়ে তথ্য পাচ্ছি সেসব এলাকায় অভিযানে যাচ্ছে পুলিশ।তাকে গ্রেফতারে পুলিশ এর এই অভিযান অব্যাহত আছে বলেও উল্লেখ করেন আলোচিত এই মামলার সদ্য দায়িত্ব পাওয়া তদন্ত কর্মকর্তা।

এদিকে ছেনুয়ারার রহস্যজনক মৃত্যুর পর থেকেই পালিয়ে বেড়ানো ওয়াসিম প্রায় সময়ই সুয়ালক এর কাইচতলিতে তাঁর কথিত দ্বিতীয় স্ত্রী এর সাথে দেখা করতে রাতের অন্ধকারে এলাকায় প্রবেশ করার খবর এখন ওপেন সিক্রেট একটি বিষয়ে পরিণত হয়েছে।এরই সুত্র ধরে মূলত পুলিশ এই অভিযান চালিয়েছে।

সিএইচটি টাইমস ডটকম এর নিজস্ব তথ্যানুসন্ধানে জানা যায়,সুয়ালক ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড এর ইউপি সদস্য যিনি নিজেও সাম্প্রতিককালে রোহিঙ্গা নাগরিকদের এনআইডি কার্ড করে দেয়ার মতো ঘটনায় আলোচিত সেই ইউপি সদস্য এর সহায়তা নিয়ে নানাভাবে নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচতে চেষ্টা তদ্বির করে আসছিলো পলাতক ওয়াসিম।আইনের হাত থেকে বাঁচতে ইতিমধ্যে কথিত এই ডাক্তার ওয়াসিম সুয়ালক এর স্থানীয় পর্যায়ের আরও কয়েক জন নেতার সহযোগিতা নিয়ে উচ্চ আদালত থেকে জামিন নিতেও চেষ্টা করে যাচ্ছে বলে জানা যায়।

২নং ওয়ার্ড ইউপি সদস্যের আরেক সহযোগী কিশোরী পাচার এর অভিযোগে কারাগারে থাকা মুন্না মাত্র কয় দিন আগেই সদর থানার পুলিশের অভিযানে গ্রেফতার হয় এবং বর্তমানে কারাগারে রয়েছে।

মুন্নার জামিন এবং রিমান্ড বাতিল করার জন্য সেই ইউপি সদস্য এবং সুয়ালক ইউনিয়ন পরিষদ এর বর্তমান চেয়ারম্যান নানা মহলে তদ্বির করার বিষয়টি সুয়ালক ইউনিয়নে সমালোচনার ঝড় তুলে।সেই ইউপি সদস্য,পলাতক ওয়াসিম এবং কিশোরী পাচার এর অভিযোগে কারাগারে থাকা মুন্না তিনজনই সুয়ালকে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট এর অন্যতম হোতা।

মুন্নাকে জামিনে আনার তদ্বিরবাজীর রেশ কাটতে না কাটতেই সুয়ালক ইউনিয়ন পরিষদে আরও একটি ন্যাক্কারজনক ঘটনার জন্ম দেয় সেখানকার চেয়ারম্যান ও টাকার বিনিময়ে এনআইডি কার্ড বানিয়ে দেয়ার অভিযোগে অভিযুক্ত ইউপি সদস্য।

বান্দরবান সদর উপজেলা নির্বাচন অফিসার এর উপস্থিতি তে তদন্ত চলাকালীন সময়ে মানবাধিকার নিয়ে কাজ করা রিপন চক্রবর্তীর উপর হামলা করে চেয়ারম্যান ও বিতর্কিত ২নং ইউপি সদস্যের অনুগত ক্যাডাররা।সিএইচটি টাইমস ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন মানবাধিকার রক্ষায় কাজ করা রিপন চক্রবর্তী।চাঁদাবাজির অভিযোগে কয়েক বছর আগে সদর উপজেলা যুবলীগ এর সাধারণ সম্পাদক এর পদ থেকে বহিষ্কৃত এক নেতাও এই হামলার সাথে সরাসরি জড়িত ছিলো বলে জানা যায়।এই ঘটনায় আরও একটি মামলা হয় এবং পরে আদালতে হাজির হয়ে অভিযুক্তরা জামিন আসে।এসব জনপ্রতিনিধি সমগ্র সুয়ালকে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট এর রাজত্ব কায়েম করেছে এমনটাই জানিয়েছে সেখানকার এলাকাবাসী।অনেকে তাদের ভয়ে মুখ খুলতে পারছে না।কেউ মুখ খুললেই নাকি সেসব জনপ্রতিনিধিরা নানা ধরনের হুমকি ধামকি এবং ভয় ভীতি প্রদর্শন করে।এমনকি ফাঁসিয়ে দেয়ারও হুমকি প্রদর্শন করে।

যদিও ওয়াসিম উচ্চ আদালত থেকে এখনও পর্যন্ত জামিন নিতে পারেনি।জামিনসহ আইনি বিষয়গুলো মোকাবেলা করতে কাইচতলিতে সে জায়গা জমি বিক্রি করেছে এবং যেকোনও মূল্যে জামিন নিতে চেষ্টা করছে বলে নিশ্চিত করেছে রহস্যজনক মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত ছেনুয়ারার বাবা ও মামলার বাদী মো.আবুল হোসেন এবং ছেনোয়ারার স্বজনরা।

পুলিশ এর এমন অভিযানে আশার আলো খুজেঁ পেয়েছে মৃত ছেনোয়ারার আত্মীয় স্বজন।এই অভিযান কে সাধুবাদ জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তাদের একটাই আবেদন ছেনোয়ারা মৃত্যু রহস্য উন্মোচন করুক আইনশৃঙ্খলা বাহিনী।এবিষয়ে ছেনোয়ারার খালা কাজী নিরুতাজ বেগম বলেন,ওয়াসিম যদি কোনও অপরাধই না করে তাহলে পালিয়ে বেড়ানোর কারণ কি।

কি ঘটেছিলো সেদিনঃ জানতে হলে আরও পড়ুন সিএইচটি টাইমস ডটকম এর ১৩ই মার্চ প্রকাশিত প্রতিবেদনেঃ-👇👇👇

https://www.chttimes.com/বান্দরবান/মোটরসাইকেল-দুর্ঘটনা-নাকি/

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
February 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!