বান্দরবানে পাহাড়ে অভিযান, বিপুল অস্ত্র-গুলি উদ্ধার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৯ নভেম্বর, ২০২০ ৯:৪০ : অপরাহ্ণ 440 Views

বান্দরবানের রুমায় বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে দশটি দেশীয় তৈরি অস্ত্র গুলি উদ্ধার করেছে।

উপজেলার গ‍্যালেঙ্গা ইউনিয়নের দুর্গম জৈয়তুন পাড়া এলাকায় শনিবার রাতে এ অভিযান চালায় বিজিবি।

বলিপাড়া ৩৮ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সানভীর হাসান মজুমদার জানান, দুর্গম জৈয়তুন পাড়া এলাকায় একটি পাহাড়ে বেশ কিছুদিন থেকে মিয়ানমারের আরাকান লিবারেশন পার্টির (এএলপি) সশস্ত্র সদস্যরা অবস্থান করছে- এমন খবর পেয়ে গ‍্যালেঙ্গা বিজিবির ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালায়।

তিনি জানান, অভিযানের সময় এএলপির সদস্যরা সেখান থেকে সটকে পড়ে। পরে ওই এলাকায় মাটি খুঁড়ে ১০টি দেশিয় তৈরি অস্ত্র, ১৭০ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি, এএলপির ব্যবহৃত দুটি সেট ইউনিফর্ম, এসএমজির একটি ম‍্যাগজিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

উল্লেখ্য সাম্প্রতিক সময়ে বান্দরবানে অন্যান্য সন্ত্রাসী গ্রুপগুলোর পাশাপাশি এএলপির তৎপরতা বেড়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!