বান্দরবান সদর উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্পের সভাপতি ও ম্যানেজারদের দিন ব্যাপী প্রশিক্ষন


প্রকাশের সময় :১৮ মে, ২০১৭ ৯:৩৭ : অপরাহ্ণ 609 Views

মোহাম্মদ আলী (বান্দরবান জেলা প্রতিনিধি):-বান্দরবান সদর উপজেলা পরিষদের একটি বাড়ি একটি খামার (৩য় সংশোধিত) প্রকল্পের সভাপতি ও ম্যানেজারদের দিন ব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনের শুভ উদ্বোধন ঘোষনা করেন বান্দরবান বি আর ডিবি এর উপ-পরিচালক মাহবুবুর রশিদ তালুকদার।প্রশিক্ষণ পরিচালক হিসেবে সুন্দর ও স্বাবলিল ভাষায় প্রশিক্ষণ পরিচালনা করেন একটি বাড়ি একটি খামার প্রকল্পের বান্দরবান সদর উপজেলা সমন্বয়কারী দেবব্রত বড়ুয়া (রুবেল), এছাড়াও প্রকল্পের কর্মকর্তা কর্মচারীবৃন্দগণ উপস্থিত ছিলেন। ১৮মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা হতে বিকাল সাড়ে ৩টা পযর্ন্ত সদর উপজেলা মিলনায়তনে প্রশিক্ষনের আয়োজন করা হয়।প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি অগ্রাধিকার প্রকল্পের মধ্যে প্রথমটি হল একটি বাড়ি একটি খামার প্রকল্প,এই প্রকল্প সারা দেশের ৮৫ হাজার গ্রামে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র মানুষের অভাব দুরী করণে মাইলফলক হিসেবে হাতে নিয়ে বিশেষ প্রল্পটি চালু করেন।তারই ধারাবাহিকতায় বান্দরবান সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গরীব কৃষকদের মাঝে গবাদি পশু,টিন,সব্জি বীজ,গাছের চারা বিতরণ করে থাকেন।বক্তারা প্রশিক্ষানার্থীদের উদ্যোশ্যে আরো বলেন,২০০৯-১৬ সাল পর্যন্ত দেশের ১২% দারিদ্র দূরি করনে ভূমিকা রেখেছে বলে বক্তারা উপস্থিত সমিতির সভাপতি ম্যানেজারদের অবহিত করেন।এই প্রকল্পের (৩য় সংশোধনীর) মূল লক্ষ্য ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।যে খানে দরিদ্র সেখানে সমিতি সে লক্ষ কে সামনে রেখে প্রকল্পের কাজ চলছে।প্রশিক্ষনে অংশ নেন সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০জন সমিতি সভাপতি ম্যানেজার।আপনারা এই প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা অর্জন করে দারিদ্রতা জয় করে অভাব দূর করবেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!