বান্দরবান জেলা ছাত্রলীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী’২০১৭ অনুষ্ঠিত


প্রকাশের সময় :৬ জুলাই, ২০১৭ ১:৩৭ : পূর্বাহ্ণ 699 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবান জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা ছাত্রলীগের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।গতকাল (৫ জুন) বুধবার দুপুরে শহরের ঐতিহ্যবাহী রেস্তোরাঁ গ্রীনপেরীর সম্মেলন কক্ষে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।এই সময় সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান ছাত্রলীগ নেতা-কর্মীদের মিলন মেলা ঘটে।বান্দরবান জেলা ছাত্রলীগ সভাপতি মোঃকাওছার সোহাগ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মিজানুর রহমান বিপ্লব,জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক চৌধুরী প্রকাশ বড়ুয়া,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লক্ষীপদ দাশ,জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামসুল ইসলাম,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুর রহমান চৌধুরী রাশেদ,সাবেক সাধারণ সম্পাদক সুজন চৌধুরী সঞ্জয় প্রমুখ।এসময় বর্তমান জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য উসিং হাই রবিন বাহাদুর,জেলা ছাত্রলীগ সহসভাপতি মোঃইসমাইল,সহসভাপতি আশিষ বড়ুয়া,সহসভাপতি রেজাউল করিম,সহসভাপতি নাজমুল হোসেন বাবলু,সহসভাপতি সৈকত দাশ সহ জেলা ছাত্রলীগ,পৌর ছাত্রলীগ,কলেজ ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতাকর্মীরা।অনুষ্ঠান সঞ্চালনা করেন বর্তমান জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জনি সুশীল।এসময় সাবেক জেলা ছাত্রলীগ নেতারা বলেন ছাত্রলীগ হচ্ছে অসাম্প্রদায়িক চেতনার প্রতীক।ছাত্রলীগ একটি অনুভূতির নাম।ছাত্রলীগের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে,কোন্দল থাকতে পারে কিন্তু সেটা যেনো প্রতিহিংসায় রুপ ধারন করতে না পারে সেদিকে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে ঐক্যবদ্ধ হয়ে ছাত্রলীগ কে একযোগে কাজ করতে হবে।এসময় ছাত্রলীগ নেতারা আরও বলেন,ছাত্রলীগের নেতারা কোথাও চাঁদাবাজি- সন্ত্রাসী-জায়গা দখল-অন্যায়ভাবে জুলুম করেছে- এ রকম কোন প্রমাণ কেউ দিতে পারবে না।আর এটাই হল ছাত্রলীগের মৌলিকত্ব যা নিয়ে ছাত্রলীগ গর্ব করে।ছাত্রলীগ যারা করে তাদের ছাত্রত্ব আছে।আর আজকে যারা ছাত্রদল করে এদের ছাত্রত্বের কোন প্রমাণ নেই।এ সময় বক্তারা বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়কালে ছাত্রলীগ নেতাদের উপর বিভিন্ন অন্যায় অত্যাচার ও নির্যাতনের কথা তুলে ধরেন নেতা কর্মীদের সামনে।এসময় জেলা ছাত্রলীগের সাবেক নেতারা এই ধরনের উদ্যোগ এর ব্যাপক প্রশংসা করে আগামীতেও যাতে এমন উদ্যোগ এর ধারাবাহিকতা রক্ষা করা হয় তাঁর আহবানও জানান।এসময় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সভাপতি কাওছার সোহাগ বর্তমান আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে এবং পার্বত্য প্রতিমন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি’র বিরুদ্ধে সামাজিক গণমাধ্যমে সকল ধরনের অপপ্রচার রোধে একটা কমিটি গঠন করার ঘোষণা দেন।এদিকে অনুষ্ঠানের শুরুতেই সদ্য কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য মনোনীত হওয়া উসিং হাই রবিন বাহাদুর কে বান্দরবান জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে বরণ করে নেয়া হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!