বান্দরবানে জেলা পুলিশের আয়োজনে ইফতার মাহ্ফিলে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি


প্রকাশের সময় :৫ জুন, ২০১৭ ১২:৫৬ : পূর্বাহ্ণ 631 Views

মোহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি:-বান্দরবানে জেলা পুলিশের আয়োজনে বিভিন্ন মসজিদের খতিব,রাজনৈতিক ব্যাক্তি,আইনজীবি,ব্যবসায়ী,বিভিন্ন বিভাগের কর্মকর্তা,জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সমাজের সুধিজনদের নিয়ে ইফতার মাহ্ফিল ও রোজার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকাল সাড়ে ৫টায় জেলা পুলিশ লাইন প্রাঙ্গনে এর আয়োজন করা হয়।বান্দরবানের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহ্ফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন,বান্দরবান জেলা ও দায়রা জজ লা মং,জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,সার্কেল চীফ (বোমাং সার্কেল) বোমাংগ্রী উ চ প্রæ,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদ,বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও বান্দরবান শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান,সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার,উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম.আব্দুল আজিজ,সহকারী সিভিল সার্জন ডাঃঅং শৈ প্রæ,জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি এডভোকেট মোঃ জয়নুল আবেদীন,মাসিক নীলাচল পত্রিকার সম্পাদক আলহাজ্ব মোঃইসলাম কোম্পানী,বান্দরবান সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃজামান উদ্দীন চৌধুরী,সদর থানার অফিসার ইনর্সাজ(ওসি) রফিকুল্লাহ, বান্দরবান সরকারী কলেজের সিনিয়র প্রভাষক মোঃ জাহাঙ্গীর আলম,বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্ছু,সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম মনু,২নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মোঃ আলী,৯নং ওয়ার্ড পৌর কাউন্সিলর আবুল কালাম,১নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মোঃআবুসহ সরকারী বেসরকারী কর্মকর্তা,সুশিল সমাজের বিশিষ্ট নাগরিকেরা।এছাড়াও ইফতার মাহফিলে আলেম ও খতিবদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মৌলানা আলাউদ্দীন ইমামী,বান্দরবান থানা জামে মজিদের খতিব ও ইমাম সমিতির সভাপতি ক্বারী মৌলানা নুরুল আমিন প্রমুখ।প্রধান অতিথি বলেন বান্দরবান একটি সম্প্রীতির জেলা,এই জেলায় প্রত্যেক ধর্মের লোকসহ ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস,এখানকার জনগণ শান্তিতে যার যার ধর্ম পালন করে থাকে,কেউ কারো ধর্মকে ছোট করে দেখা বা অসম্মান করার সুযোগ নেই।আমরা সকলে মিলেমিশে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই,আমাদের সরকার ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্থদের ইতিমধ্যে ত্রাণ নগদ অর্থ সহ বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছে,আগামীতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তরা বলেন,নামাজের মত রমজান মাসে রোজাকেও আমাদের উপর ফরজ করা হয়েছে,মহান আল্লাহ বলেন,রোজা একমাত্র আমার জন্য,যে ব্যক্তি যথাযত নিয়মে রমজান মাসের ফরজ রোজা পালন করবে,তাঁর পুরুস্কার আমি নিজ হাতে ঐ বান্দাকে দিবে,রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মেস্ক আম্বরের চেয়ে প্রিয়।আর যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা সম্পদের সঠিক হিসাব করে তার উপর যত পরিমাণ যাকাত আসে সেই পরিমাণ যাকাত গরীব-মিসকিনদের দিয়ে দেওয়া ফরজ,কারণ যাকাতের টাকার মালিক গরীব-মিসকিনরা।নামাজ রোযার মত যাতাক ও ফরজ।বান্দরবান জেলার পুলিশ সুপার উপস্থিত সকলকে উপস্থিত হওয়ার জন্য শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।পরিশেষে পার্বত্য প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী দেশ ও সমগ্র মানব জাতির কল্যানে বিশেষ মুনাজাত করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!