বান্দরবানে জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন স্কুলের পাঠদান


প্রকাশের সময় :২৫ মে, ২০১৭ ৮:০১ : অপরাহ্ণ 706 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানে শ্রেণি কক্ষে এলসিডি টেলিভিশনে বড় পর্দার মাধ্যমে অনলাইন স্কুলের পাঠ দান জনপ্রিয় হয়ে উঠেছে।শহরের কাছে কানা পাড়া এলাকায় পাহাড়ের উপর এই স্কুলটি ২০১৩ সালে প্রতিষ্ঠা হয়।প্রথম দিকে মাত্র ৪০ জন শিক্ষার্থী নিয়ে স্কুলটি যাত্রা শুরু করলেও বর্তমানে জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় এই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীর সংখ্যা ৯৫ জন।ইন্টারনেটের মাধ্যমে ঢাকা থেকে ছাত্র ছাত্রীদের পড়া লেখা করানো হয়।শ্রেণি কক্ষে টেলিভিশনের পাশাপাশি স্থানীয় ৮ জন শিক্ষক পাঠ দান কাজে সহায়তা দিয়ে থাকেন।প্রাক প্রাথমিক শ্রেণি থেকে শুরু করে কেজি টু পর্যন্ত পড়া লেখা চলে স্কুলটিতে।প্রাথমিক পর্যায়ে পড়ালেখা বিষয়ক বিভিন্ন বিষয়ের উপর ভিডিও টিউটোরিয়াল তৈরী করে ছাত্র ছাত্রীদের পড়াশুনায় নতুন দিগন্তের সূচনা করেছে এই অনলাইন স্কুল।শিক্ষার্থীদের বিনামূল্যে পড়ালেখার পাশাপাশি পোশাক,বই,খাতা,কলম এমনকি সপ্তাহে পুষ্টিকর খাবারও দেয়া হয় স্কুল থেকে।এ কারণে জনপ্রিয় হয়ে উঠেছে বান্দরবানের এই অনলাইন স্কুলটি।দুর্গম এলাকার গরীব অসহায় পরিবারের শিশুরা এই স্কুল থেকে শিক্ষা লাভ করছে।গ্রামীণফোনের সহায়তায় ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে স্কুলগুলো পরিচালিত হচ্ছে।এই স্কুলের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা (স্পন্সর) দিয়ে থাকে দেশের ধর্নাঢ্য ব্যক্তিরা।স্থানীয়রা জানান,কানা পাড়া,যৌথ খামার,লাঙ্গি পাড়া,মেঘলা,আমতলি, কাশেম পাড়াসহ বিভিন্ন এলাকার শিশুরা অনলাইন স্কুলে পড়ছে।আগে শুধু দু’একটি পাড়ার শিশুরা ছিল।এখন জায়গার শংকুলান না হওয়ায় নতুন ভবনে পাঠদান চলছে।জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাফসান্ড জানান,সারা দেশে এখন মোট ১৩টি এ ধরনের স্কুল পরিচালিত হচ্ছে।ভাল সাড়া পাওয়ায় এখন দুর্গম এলাকায় এ ধরনের স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে।এদিকে বুধবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর স্কুলটি পরিদর্শন করে ছাত্র ছাত্রীদের সাথে কথা বলেন।এ সময় তিনি অনলাইনে পড়া লেখার বিষয়টিও প্রত্যক্ষ করেন শিশু শিক্ষার্থীদের সাথে।তার সাথে এ সময় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিংইয়ং ম্রি,অতিরিক্ত পুলিশ সুপার মো.মাশরুফ,জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাফসান্ড।এছাড়া কানা পাড়ার পাড়া প্রধান,স্থানীয় জনপ্রতিনিধি,শিক্ষক, অভিভাবক ও এলাকার বম তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নারী পুরুষরা উপস্থিত ছিলেন।(মিনারুল হক,পরিবর্তন ডটকম)

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!