নাইক্ষ্যংছড়ি বিজিবি স্কুলের ঈর্ষণীয় সাফল্য: ১৮ জন অংশ নিয়ে ১৬ জনই পেলো বৃত্তি


আবুল বাশার নয়ন, বান্দরবান।
প্রকাশের সময় :৫ মার্চ, ২০২৩ ১২:৩৬ : পূর্বাহ্ণ 551 Views

সদ্য প্রকাশিত প্রাথমিকের বৃত্তির ফলাফলে ঈর্ষণীয় সাফল্যের ধারা অব্যাহত রেখে এবারও সারা উপজেলায় শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে নাইক্ষ্যংছড়ি বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়।এবার এই স্কুলে মোট ১৮জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৬জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ১০জন ও সাধারণ কোটায় ৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো সাইয়্যিদ সিদ্দীক রাকিব,উথোয়াই শৈ চাক,তাইফ ইবনে করিম বিজয়,শাহিদা আক্তার,সমাহের কবির,তাহিরা তাবাচ্ছুম রাসিন,অনুশ্রী বড়ুয়া, সাদিয়া মনিরা,মারিয়া ইসলাম মোহনা।

এছাড়া সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ইবনাত নওয়ার আনিশা, আদিবা শাদাত, অনুস্কা বড়–য়া (টুসু),তাসনুবা আলম (বর্ষা), মিফতাহুল জান্নাত আদিবা,রুকাইয়া সায়্যিদা।ঈর্ষনীয় এই সাফল্যের জন্য শিক্ষা বিভাগ,বিজিবি,সহযোগী শিক্ষক-শিক্ষিকা,অভিভাবকসহ সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল বাশার।সেই সঙ্গে এই সাফল্যময় ফলাফলের ধারা অব্যাহত রাখার জন্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা শিক্ষাদান করবে বলে জানান তিনি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
March 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

error: কি ব্যাপার মামা !!