চলতি মৌসুমে চাল সংগ্রহে লক্ষ্যমাত্রা ৮৮ শতাংশ পূরণ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২১ ফেব্রুয়ারি, ২০২২ ৯:২৪ : অপরাহ্ণ 190 Views

আট দিন বাকি থাকতেই চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৮৮ শতাংশ পূরণ হয়েছে। তবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পিছিয়ে রয়েছে। চলতি মৌসুমে সরকারীভাবে আমন ধান ও চাল সংগ্রহের শেষ সময় আগামী ২৮ ফেব্রুয়ারি।

চলতি আমন মৌসুমে সরকার অভ্যন্তরীণ বাজার থেকে ২৭ টাকা কেজি দরে তিন লাখ মেট্রিক টন ধান ও ৪০ টাকা কেজি দরে পাঁচ লাখ টন সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছিল। গত ৩১ অক্টোবর খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। পরে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা আরও দুই লাখ ২০ হাজার টন বাড়ানো হয়। গত ৭ নবেম্বর থেকে আমন ধান ও চাল কেনা শুরু হয়েছিল।

খাদ্য অধিদফতরের সর্বশেষ গত ১৬ ফেব্রুয়ারির আমন সংগ্রহের তথ্য থেকে জানা গেছে, ওই সময় পর্যন্ত তিন লাখ টনের বিপরীতে ৭২ হাজার ৭৬৩ টন ধান কেনা হয়েছে, যা লক্ষ্যমাত্রার ২৪ শতাংশ। অন্যদিকে সাত লাখ ২০ টনের বিপরীতে চাল কেনা হয়েছে ছয় লাখ ৩৩ হাজার ৪৮২ টন, যা লক্ষ্যমাত্রার ৮৮ শতাংশ।

এ ব্যাপারে খাদ্য অধিদফতরের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ধান সংগ্রহের লক্ষ্য হচ্ছে, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা। কৃষক বাজারে ন্যায্যমূল্য পাচ্ছেন বিধায় স্বস্তিবোধ করছি। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাজারের মূল্য তাদের জন্য সহায়ক। তাই সরকারের ধান কেনার উদ্দেশ্য পূরণ হয়েছে। এ অবস্থায় সরকারের ধান কেনার কার্যক্রমে ধীরগতি। এটা নিয়ে আমরা স্বস্তিতে আছি।

তিনি বলেন, কৃষক ধানে ন্যায্যমূল্য পাচ্ছে। যে ধান আমরা কিনছি, বাজারে এর দাম এক হাজার ১০০ টাকার (প্রতিমণ) নিচে নেই। আমাদের নির্ধারণ করা দাম এক হাজার ৮০ টাকা। চাল সংগ্রহের ক্ষেত্রে টার্গেটের চেয়ে অনেক এগিয়ে আছি। আমাদের টার্গেট ছিল পাঁচ লাখ টন। পরে দুই লাখ ২০ হাজার টন বাড়ানো হয়। এখন পর্যন্ত্ সংগ্রহ সাড়ে ছয় লাখ টনের মতো। আশা করছি, বাকি সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!